দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়াস্থ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের হাতে গড়া ইছামতি ইউনাইটেড ফার্মের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। এ উপলক্ষ্যে সকাল ১০টায় (শনিবার) সখিপুর লাইট হাউস সিনেমা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শেয়ার হোল্ডারদের মাঝে ফার্মের লভ্যাংশের টাকা প্রদান করবেন সাবেক সংসদ সদস্য ও ফার্মের ম্যানেজিং ডিরেক্টর মুনসুর আহম্মেদ। এছাড়া অনুষ্ঠানে শেয়ার সার্টিফিকেটও প্রদান করা হবে। অনুষ্ঠানে ফার্মের সকল সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সহকারী ব্যবস্থাপক মুক্তিযোদ্ধা অধ্যক্ষ জামসেদ আলম।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/