পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় ওয়ার্ড জামায়াতের সভাপতিসহ চার কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, হাজরাপাড়া গ্রামের মৃত বাবর আলীর ছেলে সাজ্জাদ হোসেন (৫০), রাঘবকাটির আফসার উদ্দীনের ছেলে মফিজুল গাজী (৩৫), নগরঘাটার আজিজ সরদারের ছেলে আমানুল্লাহ সরদা র(৩০), এবং কুমিরা অভয়তলা গ্রামের মৃত বদরউদ্দীন মোল্লার ছেলে সাইফুল ইসলাম (৪০)। পাটকেলঘাটা থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, সোমবার সকালে অভিযান চালিয়ে পাটকেলঘাটার থানার খলিষখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি সাজ্জাদ হোসেন, জামায়াত কর্মী মফিজুল গাজী, আমানুল্লাহ সরদার, সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা করা হয়েছে। মামলা নং-৮। গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
6,553,771 total views, 1,534 views today