পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় এক ইভটিজারসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ জুলাই) থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মির্জাপুর কেশা গ্রামের মতলেব সরদারের ছেলে আলমগীর সরদার (১৯), শাকদহ গ্রামের মৃত এজাহার আলীর ছেলে সাইফুল ইসলামকে (৩৮) ও সরুলিয়া গ্রামের ইদ্রিস সরদারের ছেলে শহিদুল ইসলাম। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, পুলিশ অভিযান চালিয়ে ইভটিজিং করার অপরাধে মির্জাপুর কেশা গ্রামের মতলেব সরদারের ছেলে আলমগীর সরদারকে (১৯), চুরির অপরাধে শাকদহ গ্রামের মৃত এজাহার আলীর ছেলে সাইফুল ইসলামকে (৩৮) ও থানায় জি আর ৪/১৬ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি শহিদুল ইসলামকে গ্রেফতার করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতে ইভটিজার আলমগীরকে এক বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। অপর দু’আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
6,245,443 total views, 3,620 views today