পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় আদালতের নির্দেশ অমান্যের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধা এরফান আলী।
শুক্রবার (২৭ জুলাই) সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে এরফান আলী বলেন, তার প্রতিপক্ষ স্থানীয় মৃত অহেদ আলী ও তার ভাই সফিদুর রহমানের ছেলেরা আদালতের সিদ্ধান্ত অমান্য করে বারবার পেশী শক্তি দিয়ে তার বসত বাড়ির জমি দখলের চেষ্টা করছে। একের পর এক মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করছে। পাইকগাছার দেওয়ানী আদালতে ৭৭৪/৮ নং মামলা উল্লেখ করে তিনি আরো বলেন, লস্কর মৌজার সিএস ১০৬ ও এসএ ১৫৮ খতিয়ানে ৩.০৮ একর বিলান বাদে ডাঙ্গা ও বসত বাড়ি ১১৩৬, ১১৩৪ দাগে মোট ০.৯৬ একর জমি উদ্ধারের জন্য মামলা করলে আদালত স্থিতিবস্থার নির্দেশ দেয়। কিন্তু প্রতিপক্ষ শফিকুল ও আলমগীর গংরা এ নির্দেশনা উপেক্ষা করে নালিশি জমিতে সীমানা প্রাচীর ও পাকা স্থাপনা তৈরী করে নতুন করে সম্পত্তি জবর দখলের পায়তারা করছে। এ ঘটনা আদালতকে অবহিত করলে বিজ্ঞ আদালত উকিল কমিশন নিযুক্ত করে। ১২ জুলাই উকিল কমিশন সুকান্ত রায় ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে নালিশি জমিতে প্রাচীর ও স্থাপনা তৈরীর সত্যতার পেয়ে এ ব্যাপারে আদালতে প্রতিবেদন দাখিল করেছেন। ইতোপূর্বে ওই সম্পত্তি প্রতিপক্ষ দখল করার সময় বাঁধা দিলে তাদের মারপিটে মুক্তিযোদ্ধা পরিবারের অনেকেই আহত হয় যার মেডিকেল রিপোর্ট ও ভিডিও চিত্রসহ প্রমাণ রয়েছে। এ ঘটনায় থানায় গত ২০১৩ সালের ২৮ এপ্রিল তারিখে শফি গংদের বিরুদ্ধে মামলা হলে তদন্তকারী কর্মকর্তা সহকারি পুলিশ সুপার প্রশান্ত কুমার দে, মাসুদ রানা (দাকোপ সার্কেল), পরবর্তীতে সিআইডি পুলিশ কর্মকর্তা শাহাজান খান সর্বশেষ ২০১৫ সালের ৭ জুলাই আদালতে চুড়ান্ত রিপোর্ট দেন। অথচ প্রতিপক্ষের দায়ের করা কাউন্টার মামলায় থানার সাবেক সেকেন্ড অফিসার এসআই খালেক মিথ্যা প্রতিবেদন দাখিল করেন বলে সংবাদ সম্মেলনে এরফার আলী অভিযোগ করেন। এ ছাড়া একের পর এক মিথ্যা মামলায় জড়িয়ে তার পরিবারকে হয়রানি করা হচ্ছে বলে তিনি সংবাদ সম্মেলনে জানান।
পাইকগাছায় আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/