ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এর সদর উপজেলা পর্যায়ের ফাইনালে গাংনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) ও গোবিন্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালিকা) চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার বিকালে সাতক্ষীরা পিটিআই মাঠে টুর্নামেন্ট দুটির ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাংনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যলয়কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অপরদিকে, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট গোবরদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে গোবিন্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আবুল আলাম ফরহাদ। সহকারী রেফারির দায়িত্বে ছিলেন সঞ্জীব ব্যানার্জী ও জিয়াউর রহমান।
পরে ‘শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়ব’ এই ¯েøাগানকে সামনে রেখে টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয়। এতে সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় তিনি বলেন, ‘শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধূলার বিকল্প নেই। লেখাপড়া শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়নে কাজ করে এবং নৈতিক চরিত্র গঠনে ভ‚মিকা পালন করে। সুস্থ সমাজ গঠনে খেলাধূলার বিকল্প নেই। সুন্দর ভবিষ্যত গঠন এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে প্রতিটি শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলায় মনোনিবেশ হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার বাবুল আক্তার, পিটিআই’র সুপার ত্রিদিব কুমার ঘোষ, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মন্তোষ কুমার দেবনাথ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, ইন্সট্যাক্টর ইউ.আর.সি আবু তাহের প্রমুখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মো. জাকির হোসেন, সিলভার জুবলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী, ইন্দ্রিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ সাবনাজ সোমা ও পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মন্জু সরকার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম।
নৈতিক চরিত্র গঠনে খেলাধূলার বিকল্প নেই: এমপি রবি বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে গাংনিয়া ও গোবিন্দকাটি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/