জুলাই ১৬, ২০১৮
নৈতিকতা চর্চায় স্কুলে ‘সততা স্টোর’
ফাহাদ হোসেন: সাতক্ষীরা শহরের দুটি স্কুলে বাচ্চাদের নৈতিকতা চর্চার জন্য ছয় মাস আগেই চালু করা হয়েছে সততা স্টোর। স্টোরে রাখা আছে খাবার, খাতা-কলমসহ একাডেমিক সামগ্রী। টাকা পরিশোধের জন্য রয়েছে একটি বক্স। পণ্যের গায়ে লাগানো দাম দেখে নিজ দায়িত্বে টাকা পরিশোধ করে শিক্ষার্থীরা। নেই কোনো দোকানি, নেই নজরদারি ক্যামেরাও। স্টোরে থাকা একটি পণ্য অতিরিক্ত নিলে বা টাকা না দিলে দেখার কেউ নেই। তবুও সপ্তাহ শেষে পণ্য গুণে পড়ছে না টাকার ঘাটতি। এতেই প্রমাণ হয়, বেড়ে ওঠার পরিবেশে তাদের নৈতিকতা শিক্ষা দিতে পারলে দুর্নীতিমুক্ত জাতি গড়ে তোলা সম্ভব। 8,811,591 total views, 17,836 views today |
|
|
|