ধলবাড়িয়া (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের ধলবাড়িয়ায় বাল্য বিবাহ নির্মূলে সাইকেল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ জুলাই) সকাল ১০টায় নবযাত্রা প্রকল্পের উদ্যোগে ও ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রার আয়োজনে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় এই র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘১৮ এর আগে বিয়ে নয়’ এই শ্লোগানকে সামনে রেখে ইউনিয়নের দাড়িয়ালা থেকে সাইকেল র্যালিটি বের হয়ে উকশা উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে উকশা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দাড়িয়ালা গ্রাম উন্নয়ন কমিটির সম্পাদক মনিউল ইয়াছিন মনি।
নবযাত্রা প্রকল্পের জেন্ডার অর্গানাইজার মৌসুমী আক্তারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উকশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল কবীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেন্ডার অফিসার লায়লা আরজুমান খানম।
ধলবাড়িয়ায় বাল্য বিবাহ নির্মূলে সাইকেল র্যালি
https://www.facebook.com/dailysuprovatsatkhira/