Site icon suprovatsatkhira.com

দেয়াড়া ইউপির নতুন ভবন নির্মাণের কাজ উদ্বোধন

খোরদো (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার দেয়াড়া ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের কাজ উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৫ জুলাই) দুপুরে উপজেলার খোরদোয় কলারোয়া উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নির্মাণ কাজ উদ্বোধন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান গাজী মাহবুবর রহমান মফে, ইউপি সচিব মনোতোষ কুমার সাধু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, খোরদো ক্যাম্পের আইসি সিরাজুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল আলিম, রফিকুল ইসলাম মিলন, বাবরালী সরদার মধু, আব্দুর রশিদ, আলমগীর হোসেন, তোজাম্মেল হোসেন, মো. শহিদুল, কাওসার আলী, মহিলা সদস্য মোছা. মাহমুদা খাতুন, আকলিমা খাতুন প্রমুখ। প্রসঙ্গত, এক কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে দেয়াড়া ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণ করা হচ্ছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version