খোরদো (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার দেয়াড়ায় পরিবর্তনকামী নাগরিক হিসেবে জনগোষ্ঠীকে উদ্বুদ্ধকরণে ধর্মীয় নেতৃবৃন্দের (ইমাম) দক্ষতাবৃদ্ধিতে উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুলাই) সকাল ১০টায় অগ্রগতি সংস্থার আয়োজনে উপজেলার দেয়াড়া ইউনিয়ন পরিষদের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় মো. নাছির উদ্দিন ফারুকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেয়াড়া ইউপি চেয়ারম্যান গাজী মাহবুবুর রহমান মফে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা মো. শেখ কামরুল ইসলাম, তালা উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা মো. তৌহিদুর রহমান, অগ্রগতি সংস্থার পরিচালক মো. নুরুল আমিন খান। এছাড়াও উপস্থিত ছিলেন, খোরদো বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. আমিরুল ইসলাম, ইউপি সদস্য আউসার আলী প্রমুখ।
5,705,723 total views, 4,559 views today