দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা পরিষদের উদ্যোগে বৃত্তি প্রদানের লক্ষ্যে বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ই জুলাই) সকাল ১০টায় খান বাহাদুর আহছানউল্লাহ কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, একাডেমিক সুপারভাইজার মিজানুুুর রহমান প্রমুখ। এতে ৫ম শ্রেণি থেকে মাস্টার্সে অধ্যয়নরত ৯৬০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রসঙ্গত, দুস্থ, অসহায়, মেধাবী ও সুযোগ সুবিধা বঞ্চিত ছাত্রছাত্রীদের শিক্ষা বৃত্তি প্রদানের লক্ষ্যে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।