Site icon suprovatsatkhira.com

দেবহাটায় ব্লক বাটিক প্রশিক্ষণ উদ্বোধন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় দুই দিনব্যাপী ব্লকবাটিক প্রশিক্ষণ শুরু হয়েছে।
বুধবার (১৮ জুলাই) সকাল ৯টায় উপজেলা পরিষদ সভা কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গণি এই প্রশিক্ষণের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বদরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, প্রাথমিক শিক্ষা অফিসার প্রণব কুমার মল্লিক, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, ইন্সপেক্টর লোকমান কবির, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী মুক্তারানী ম-ল প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version