Site icon suprovatsatkhira.com

দেবহাটায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে প্রস্তুতি সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ জুলাই) বেলা ১২টায় উপজেলা পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গণি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফ, দেবহাটা থানার সেকেন্ড অফিসার ইয়ামিন আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ও যুগ্ম সম্পাদক আনারুল হক।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বদরুজ্জামান, কৃষি অফিসার জসিমউদ্দীন, প্রাণিসম্পদ অফিসার ডা. বিষ্ণুপদ বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার, দেবহাটা সদর পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, সরদার আমজাদ হোসেন, আব্দুর রউফ, উপজেলা ক্রীড়া সম্পাদক আফসার আলী মাস্টার, দেবহাটা কলেজের অধ্যক্ষ আনিসউজ্জামান, মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী প্রমুখ।
সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১৪ আগস্ট ছাত্র-ছাত্রীদের রচনা প্রতিযোগিতা, ১৫ আগস্ট সকাল ৮টায় শোক র‌্যালি ও অর্ধ নমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর জীবনভিত্তিক আলোচনা সভা, সরকারি-বেসরকারি সামাজিক প্রতিষ্ঠানের সমন্বয়ে শোক সভা আয়োজনসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version