দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পাবলিক সার্ভিস ডে উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুলাই) দুপুর ২টায় উপজেলা পরিষদের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াসিন আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের সহকারি বাবলুর রহমান, সাংবাদিক মোমিনুর রহমান, মীর খায়রুল আলম, আব্দুর রব লিটু, এসএম নাসির উদ্দীন, কবির হোসেন প্রমুখ।
সভায় উপজেলা নির্বাহী অফিসার বাংলাদেশ এবং বর্হিবিশে^র সংবিধান ও সরকারি সেবা নিয়ে আলোচনা করেন। এসময় পাবলিক সার্ভিস ডে কী ও কেনো পালন করা হচ্ছে সে বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/