দেবহাটা প্রতিনিধি: সারাদেশের ন্যায় দেবহাটায়ও এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, দেবহাটা উপজেলায় ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে মাত্র ৪জন।
দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট জানান, এইচএসসিতে দেবহাটার কেবিএ কলেজের ৫৬৩ জন পরীক্ষার্থীদের মধ্যে পাস করেছে ৩২৪জন, জিপিএ-৫ পেয়েছে ৩জন, মোট পাসের হার ৫৭.৫৫%। দেবহাটা কলেজের ৮৯ জনের মধ্যে ৫১জন পাস করেছে, পাসের হার ৫৭.৩০%। হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের ১৫৯ জনের মধ্যে ৮০ জন পাস করেছে, জিপিএ ৫ পেয়েছে একজন, পাসের হার ৫০.৬৩%। কারিগরিক শিক্ষা বোর্ডের আওতায় দেবহাটা কলেজ শাখায় ৩৩জনের মধ্যে ২০জন পাস করেছে, ইছামতি টেকনিক্যাল কলেজ শাখায় ৭৯জনের মধ্যে পাস করেছে ৪২জন। এদিকে সখিপুর মাদ্রাসা থেকে ৩১জনের মধ্যে ৩০ জন, হাদিপুর আলিম মাদ্রাসা থেকে ৮ জনের মধ্যে ৭জন এবং নওয়াপাড়া আলিম মাদ্রাসা থেকে ৩০ জনের মধ্যে ২৯ জন পাস করেছে। তবে মাদ্রাসা ও কারিগরিক শিক্ষা বোর্ডের কেউই জিপিএ-৫ অর্জন করতে পারেনি।
দেবহাটায় এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৪জন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/