জুলাই ৩, ২০১৮
দেবহাটায় ইছামতি থেকে উত্তোলিত বালুর চুইয়ে পড়া পানিতে ভাঙছে পাড়
![]() ডেস্ক রিপোর্ট: দেবহাটায় ইছামতি নদী থেকে উত্তোলিত বালুর চুইয়ে পড়া পানিতে ভাঙছে পাড়। এলাকাবাসীর অভিযোগ, বালু উত্তোলন করে নদীর পাড়ে রাখায় তা থেকে চুইয়ে চুইয়ে যে পানি আসছে, তাতেই পাড়ে ভাঙন দেখা দিয়েছে। 6,553,884 total views, 1,647 views today |
|
|
|