Site icon suprovatsatkhira.com

দেবহাটার তিতুর মোড়ে রাস্তায় পানি জমায় চলাচলে ভোগান্তি

এমএ মামুন, সখিপুর: দেবহাটার সখিপুরের ধোপাডাঙ্গা তিতুর মোড় এলাকায় রাস্তার উপর বৃষ্টির পানি জমে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। সামান্য বৃষ্টিতেই পানি জমছে রাস্তার উপর। থাকছে পাঁচ-সাত দিন। দীর্ঘদিন সংস্কারের অভাবে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ধোপাডাঙ্গার তিতুর মোড় হতে সখিপুর বাজারগামী রাস্তার পিচ উঠে গিয়ে খানা-খন্দে পরিণত হয়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন উত্তর সখিপুর, মাঝ সখিপুর, দক্ষিণ সখিপুর, ধোপাডাঙ্গা, নারিকেলী, তিলকুড়াসহ আশপাশের গ্রামের লোক বাজারে যাওয়া আসা করে। এছাড়া উত্তর সখিপুর প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের পথ এটি। রাস্তায় তৈরি হওয়া গর্তে পানি জমে থাকায় কোমলমতি শিশুরা তিতুর মোড়ে পৌঁছে পড়ে চরম বিপাকে। অনেক সময় রাস্তায় পড়ে গিয়ে স্কুলের শিক্ষার্থীদের বই-খাতা ও পেশাক ভিজে যায়।
এ ব্যাপারে ধোপাডাঙ্গা গ্রামের মেহেদী হাসান বলেন, তিতুর মোড়ে পানি জমে থাকায় বিকল্প পথ দিয়ে ঘুরে সখিপুর বাজারে যেতে হয়। তা না হলে রাস্তার পানিতে ভিজে বাড়ি ফিরতে হয়।
মাঝ সখিপুর গ্রামের টুম্পা বেগম বলেন, আমার ছেলে উত্তর সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ে। স্কুলে যাওয়ার সময় মাঝে মধ্যে তিতুর মোড়ে জমে থাকা পানিতে স্কুল ড্রেস ভিজিয়ে ফেলে।
এ ব্যাপারে ইউপি সদস্য আব্দুল করিম বলেন, পানি সরানোর কোন পথ না থাকায় তিতুর মোড়ের ঈদগাহ ময়দানের সামনের রাস্তায় অল্প বৃষ্টিতেই পানি জমছে। পানি সরানোর জন্য এই অর্থ বছরে রাস্তার পাশে ড্রেন তৈরি করা হবে। পাকা ড্রেন তৈরি হলে বৃষ্টির পানি রাস্তার উপর জমে থাকবে না।

 

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version