জুলাই ৩, ২০১৮
দেবহাটার তিতুর মোড়ে রাস্তায় পানি জমায় চলাচলে ভোগান্তি
এমএ মামুন, সখিপুর: দেবহাটার সখিপুরের ধোপাডাঙ্গা তিতুর মোড় এলাকায় রাস্তার উপর বৃষ্টির পানি জমে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। সামান্য বৃষ্টিতেই পানি জমছে রাস্তার উপর। থাকছে পাঁচ-সাত দিন। দীর্ঘদিন সংস্কারের অভাবে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
8,704,968 total views, 1,901 views today |
|
|
|