সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ প্রতিপাদ্যে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদ আনোয়ার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মঞ্জুরুল আলম, ইউপি সদস্য হাফিজুর রহমান হাফিজ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আবুল কালাম প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক আবুল কালাম, সহকারী শিক্ষক রুহিনা আক্তার, সাবিনা ইয়াসমিন, মাহমুদা খাতুন, অরুপ কুমার পাল, সাবেক শিক্ষক মাহবুব আলম প্রমুখ। এসময় বিদ্যালয়ের ১১ শিক্ষার্থীকে স্কুলের পোশাক ও ৩৬জনকে খাতা-কলম প্রদান করা হয়েছে।
দেবহাটার চন্ডিপুরে শিক্ষা উপকরণ বিতরণ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/