সুপ্রভাত সাতক্ষীরা ডেস্ক: সদর উপজেলার বৈকারী ইউনিয়নের দাঁতভাঙ্গা কলেজের নাম পরিবর্তন করে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজ করা হয়েছে। এ উপলক্ষ্যে কলেজের শিক্ষকবৃন্দ বুধবার (৪ জুলাই) দুপুরে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে গিয়ে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবিকে অভিনন্দন জানান ও তার সাথে সৌজন্য সাক্ষাত করেন।
এ সময় কলেজের অধ্যক্ষ মো. জাহিরুল ইসলাম প্রভাষক লিয়াকত আলী, মো. রমজান আলী, মো. ওবায়দুল্লাহ, মো. মুনজুরুল, মো. আক্তারুজ্জামান, জিলানী মাহমুদ, ফারুক হোসেন, রোখসানা খাতুন, রীনা পারভীন, কামরুজ্জামান, বখতিয়ার রহমান, আনিছুর রহমান ও আনছারুল প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় কলেজের সার্বিক উন্নয়ন ও কলেজের শিক্ষকদের বেতন-ভাতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রসঙ্গত, কলেজের পরিচালনা পরিষদের সভায় দাঁতভাঙ্গা কলেজ পরিচালনা পরিষদ ও কলেজের শিক্ষকদের সম্মতিক্রমে সম্প্রতি কলেজের নাম পরিবর্তন করে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজ নামকরণ করা হয়।