দরগাহপুর (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনি উপজেলার দরগাহপুর রহমানিয়া মসজিদে টাইলসের কাজ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ জুলাই) সকাল ১০টায় এ কাজের উদ্বোধন করেন, মসজিদ কমিটির সভাপতি শেখ মতলুবর রহমান। এসময় উপস্থিত ছিলেন, কমিটির সাধারণ সম্পাদক মো. মোবারক আলী গাজী, শেখ ফৌজদার রহমান, প্রভাষক শেখ আশিকুর রহমান আশিক, শিক্ষক মো. নজরুল ইসলাম গাজী, কোষাধ্যক্ষ মো. শহিদুল ইসলাম গাজীসহ মুসল্লিবৃন্দ। মসজিদের এ কাজের জন্য আর্থিক সহযোগিতা করেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ ইউসুফ হারুন।