জুলাই ২৯, ২০১৮
দখলের রামরাজত্ব: সরু নালায় পরিণত প্রমত্তা মরিচ্চাপ দায়ী অপরিকল্পিতভাবে খননও
গাজী আসাদ ও ফাহাদ হোসেন: এক সময়ের প্রমত্তা মরিচ্চাপ নদী এখন সরু নালায় পরিণত হয়েছে। স্থানভেদে ১৫০-২০০ মিটার চওড়া নদীটি এখন সরু নালা। নদীর দুই পাশ দখল করে নির্মাণ করা হয়েছে কাঁচা-পাঁকা বাড়ি, ঘের, ইট ভাটাসহ বিভিন্ন স্থাপনা। নদীটির সিংহ ভাগই এখন দখলকারীদের কবলে। এতে নাব্যতা হারিয়ে নদীটি এখন মৃত প্রায়। আর তার নেতিবাচক প্রভাব হিসেবে নদীর তীরবর্তী গ্রামগুলোতে জলাবদ্ধতাসহ পরিবেশগত নানা সংকট তৈরি হয়েছে। তবে, দখলকারীদের বিরুদ্ধে দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অনেকেই এক সময়কার প্রমত্তা মরিচ্চাপ নদীর নাম বদলে নালা বলতে শুরু করেছেন। তবে, এখনই পদক্ষেপ গ্রহণ না করলে ক’দিন পর তাও অবশিষ্ট থাকবে না বলে আশংকা করছেন এলাকাবাসী। 8,603,448 total views, 11,327 views today |
|
|
|