ডুমুরিয়া, (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২২ জুলাই) উপজেলা কৃষি অফিস চত্বরে এ মেলা উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাহনাজ বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল লতিফ, কৃষি অফিসার মো. নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মো. খান আলী মুনছুর, জেলা কৃষি অফিসার (প্রশিক্ষণ) পঙ্কজ কুমার মজুমদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মল্লিক, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সরোজ কুমার মিস্ত্রী, প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, সমাজসেবা কর্মকর্তা মো. আনিসুর রহমান, শিক্ষা কর্মকর্তা জি এম আলমগীর কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফ হোসেন প্রমুখ।
ডুমুরিয়ায় তিন দিনব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/