Site icon suprovatsatkhira.com

ডুমুরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা ও পুরস্কার বিতরণ

ডুমুরিয়া, (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্ত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার (২২ জুলাই) সকালে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাহনাজ বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। বিশেষ অতিথি ছিলেন, খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক রনজিৎ কুমার পাল, উপজেলে চেয়ারম্যান মো. খান আলী মুনছুর, জেলা মৎস্য কর্মকর্তা আবু ছাইদ।
এসময় সিনিয়র মৎস্য কর্মকর্তা সরোজ কুমার মিস্ত্রীর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শুকলাল বৈদ্য, প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, সমাজসেবা কর্মকর্তা মো. আনিসুর রহমান, শিক্ষা কর্মকর্তা জি এম আলমগীর কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বাগদা চিংড়ি উৎপাদনে সফল চাষী হিসাবে মো. রহমত আলী, গলদা চিংড়ি উৎপাদনে ইন্দ্রজিত রায়, শিং মাছ উৎপাদনে মাজেদুল ইসলাম, কৈ মাছ উৎপাদনে কামরুল ইসলাম, কাঁকড়া উৎপাদনে শুভ্রম গোলদার, সফল মৎস্য সম্প্রসারণ কর্মী হিসাবে দিপালী বিশ্বাস, মাছ চাষে সফল নারী উদ্যোক্তা ঝর্না রানী মন্ডল, গুণগত মান সম্পন্ন মৎস্য খাদ্য বিক্রয়ে সফল প্রতিষ্ঠান হিসাবে মেসার্স মোহনা ট্রেডার্সকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এর আগে প্রধান অতিথি উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version