ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান ৩০ লক্ষ শহীদের স্মরণে গৃহীত এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার পতœী ও পুনাক সভানেত্রী আকিদা রহমান নীলা, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মঈন উদ্দীন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার, তালা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছিন আলী, জেলা বিশেষ শাখার পরিদর্শক আজম খানসহ জেলার ৮ টি থানার অফিসার ইনচার্জবৃন্দ। প্রধান অতিথি বলেন, ৩০ লক্ষ শহীদের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে একযোগে কাজ করতে হবে। পরে তিনি পুলিশ লাইন্স মাঠে ফলজ গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। পর্যায়ক্রমে জেলার আটটি থানায় এই কর্মসূচি উদযাপিত হবে।