Site icon suprovatsatkhira.com

জেলা ওয়ার্কার্স পার্টির বর্ধিত সভা

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ জুলাই) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের স ম আলাউদ্দিন মিলনায়তনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, সম্পাদকম-লীর সদস্য অধ্যাপক সাবির হোসেন, সদস্য উপাধ্যক্ষ ময়নুল হাসান, অ্যাডভোকেট ফহিমুল হক কিসলু, নাসরিন খান লিপি, নির্মল কুমার, মফিজুল হক জাহাঙ্গীর, পূর্ণেন্দু কুমার ঘোষ, প্রবীর দাশ, দীলীপ কুমার, ডা. কবির, নিমাই দেব নাথ, ছাদিকুর রহমান, সুফল কুমার, আয়ুব আলী সানা, জিয়ারুল ইসলাম, শাহনুর ইসলাম, সব্যসাচি মজুমদার প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version