তালা প্রতিনিধি: তালার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান তালা মহিলা ডিগ্রি কলেজ এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে উপজেলা মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
কলেজ সূত্রে জানা যায়, ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় তালা মহিলা ডিগ্রি কলেজ থেকে ২৩৪জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাশ করে ৫৮.৫৪ শতাংশ পরীক্ষার্থী। এ প্লাস পেয়েছে ১০জন, এ গ্রেড পেয়েছে ২২জন, এ মাইনাস পেয়েছে ৪৩জন, বি গ্রেড পেয়েছে ৪৩জন এবং সি গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে ১৯জন।
কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান জানান, কলেজের গভর্নিং বডির নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও ছাত্রীদের আন্তরিকতার কারণে এই অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতেও এ সাফল্য অব্যহত থাকবে।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/