Site icon suprovatsatkhira.com

ছফুরননেছা মহিলা কলেজের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

সুপ্রভাত সাতক্ষীরা ডেস্ক: সাতক্ষীরার ছফুরননেছা মহিলা কলেজের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের একতলার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (২৫ জুলাই) সকালে ছফুরননেছা মহিলা কলেজ প্রাঙ্গণে কলেজের অধ্যক্ষ মিসেস আশরাফুননাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. তানভীর ইসলাম, কলেজ পরিচালনা পরিষদের সদস্য জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. আবু জাহেদ বিন গফুর প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি এআরএম সেলিম আক্তার।
রাজস্ব বাজেটের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৬৬ লক্ষ ৯শ’ ৭৫ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের এ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ছফুরননেছা মহিলা কলেজের শিক্ষক প্রতিনিধি ফারহা দীবা খান সাথী, মো. শাহাদাত হোসেন, সেলিনা সুলতানা, শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ। এসময় ছফুরননেছা মহিলা কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের প্রভাষক উত্তম মজুমদার।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version