চুকনগর (খুলনা) প্রতিনিধি: আগামী ৩১ জুলাই ডুমুরিয়া উপজেলা যুবলীগের সম্মেলন সফল করার লক্ষ্যে চুকনগরে আটলিয়া ইউনিয়ন যুবলীগের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টায় ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আটলিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. আবু দাউত মোড়লের সভাপতিত্বে যুবলীগের যুগ্ম আহবায়ক ইকবল হোসেন সালামের পরিচালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুস সামাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক মো. রবিউল ইসলাম, বিশ্বজিৎ মজুমদার, রতন ঘোষ, মুকুন্দ তরফদার, সুমন হালদার, আবু সাঈদ, পঙ্কজ মল্লিক, ওলিয়ার রহমান, রফিকুল ইসলাম, মজিবর রহমান শেখ, দিপ্তিমান রায় বাপ্পী, শংকর রায়, আব্দুল্লাহ আল মামুন, বিল্লাল হোসেন, মহিতোষ বিশ্বাস, আরশাফ হোসেন গাজী, ফাইমুল ইসলাম জনি প্রমুখ।
5,701,555 total views, 391 views today