Site icon suprovatsatkhira.com

গাবুরায় পাউবোর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ইউনিয়নের পার্শ্বেমারী টেকের হাটখোলা থেকে শাহাবুদ্দীন মোড়লের বাড়ি পর্যন্ত বেড়িবাঁধের দুইশ মিটারেরও বেশি ইতোমধ্যে কপোতক্ষ নদীতে ধ্বসে পড়েছে। নদীর প্রবল স্রোতে ভাঙন পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে। যে কোন মুহূর্তে বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। এতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করছে এলাকাবাসী।
স্থানীয় কবিরুল ও ফিরোজ জানান, বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এখনই সংস্কারের উদ্যোগ না নিলে যেকোন সময় তা নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। এতে গ্রামীণ অবকাঠামো ধ্বসস্তুপে পরিণত হবে। ম্লান হয়ে যাবে সরকারের সব উন্নয়ন কর্মকা-।
গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলম জানান, বারবার বলার পরেও পাউবো কর্তৃপক্ষের উদাসীনতার কারণে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পাউবোর সেকশন অফিসার (এসও) মাসুদ রানা ভাঙনের সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version