কেশবপুর প্রতিনিধি: কেশবপুরের বেলোকাটি গ্রামের একটি বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার বেলোকাটি গ্রামের তবিবুর রহমান বাড়িতে এই ডাকাতি হয়। এসময় ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মোবাইল লুট করে নিয়ে যায়।
এলাকাবাসী জানান, বেলোকাটি গ্রামের তবিবুর রহমান বাড়িতে না থাকার সুযোগে ১০-১২ জনের একদল অস্ত্রধারী ডাকাত বাড়ির পাশে ওঁৎপেতে বসে থাকে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন ঘর থেকে বাইরে আসলে ডাকাতরা ঘরের ভেতর ঢুকে পড়ে। তাঁর স্ত্রী বাইরের কাজ সেরে ঘরের ভেতর ঢুকলে ডাকাতরা অস্ত্রের মুখে তার দুই হাত বেঁধে জিম্মি করে আলমারীর চাবি নিয়ে নগদ ২০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালঙ্কার ও মোবাইল সেট লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে কেশবপুর থানার ডিউটি অফিসার শেখ মাহফুজার রহমান জানান, এ ঘটনায় তবিবুর রহমান বাদি হয়ে অজ্ঞাত ব্যাক্তিদের বিরুদ্ধে থানায় চুরির অভিযোগ করেছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়। দোষীদের আটকের চেষ্টা চলছে।
কেশবপুরে ডাকাতি
https://www.facebook.com/dailysuprovatsatkhira/