কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে স্বাধীনতা বিরোধী এক রাজাকার কমান্ডারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পরচক্রা গ্রামের মৃত আব্দুল মোড়লের ছেলে তোরফান আলী পরচক্রা মৌজার আট শতক জমি ভোগ দখল করে আসছিলেন। ওই জমি বিভিন্ন সময়ে দখলের হুমকি দিয়ে আসছিল একই গ্রামের মুক্তিযুদ্ধকালীন রাজাকার কমান্ডার আজিজুর রহমান। গত ২০ জুলাই আজিজুর রহমান সঙ্গীয় লোকজন নিয়ে জোর পূর্বক সীমানা পিলার পুতে ওই জমি দখলের চেষ্টার করে। এ সময় বাধা দিতে গেলে তোরফান আলীকে জীবন নাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেয় তারা। এ ঘটনায় তোরফান আলী বাদী হয়ে রাজাকার কমান্ডার আজিজুর রহমানকে আসামি করে সোমবার (৩০ জুলাই) থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
এ ব্যাপারে কেশবপুর থানার উপপরিদর্শক ফকির ফেরদৌস জানান, অভিযোগ পয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কেশবপুরে জমি দখলের অভিযোগ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/