Site icon suprovatsatkhira.com

কুশখালী সীমান্তে ২৫ কেজি ভারতীয় রূপা ও এয়ারগান উদ্ধার

সুপ্রভাত সাতক্ষীরা ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২৫ কেজি ভারতীয় রূপা ও একটি এয়ারগান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
রোববার (১৫ জুলাই) ভোরে সদর উপজেলার কুশখালী সীমান্ত থেকে এসব উদ্ধার করা হয়। তবে, বিজিবি এসময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন কুশখালী বিওপির নায়েক সুদোর হানিফ জানান, সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে রূপার একটি চালান আনা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় সেখান থেকে ২৪ কেজি ৯৫০ গ্রাম ভারতীয় রূপা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, উদ্ধারকৃত রূপার মূল্য প্রায় ১৬ লাখ ৪ হাজার ২৯৫ টাকা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version