Site icon suprovatsatkhira.com

কুলিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: কুলিয়ায় পুকুরে ডুবে রিহাম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। সে বহেরা গ্রামের আব্দুর রাসেদের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, রিহাম তার মায়ের সাথে সোমবার সকাল ১১টার দিকে তার খালাতো বোনের বিয়েতে কালিগঞ্জ উপজেলার নলতা গ্রামে যায়। বিয়ে বাড়ির আনন্দে মাতোয়ারা হয়ে রিহাম রঙের বোতল নিয়ে পাশের পুকুরে পানি আনতে যায়। অনেক্ষণ রিহামকে দেখতে না পেয়ে তার মা ও পরিবারের সদস্যরা খোঁজাখুঁিজ শুরু করে। এক পর্যায়ে মৃত অবস্থায় পুকুরে তার লাশ দেখতে পায় স্বজনরা। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর বিকালে রিহামের নিজস্ব বাড়ি বহেরা গ্রামে লাশ নিয়ে আসা হয়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাতে রিহামের দাফন সম্পন্ন হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version