কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের রতনপুরের মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বুধবার (২৫ জুলাই) বাদ আছর উপজেলার বসন্তপুর ঈদগাহ ময়দানে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। আব্দুস সাত্তার রতনপুর ইউনিয়নের বাগমারি গ্রামের মৃত জবেদ আলীর ছেলে।
এর আগে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল আসাদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা আতাউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, সাবেক সহকারি কমান্ডার মুনীর আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সভাপতি ও কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন, সাধারণ সম্পাদক সাংবাদিক এসএম গোলাম ফারুক, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন।
প্রসঙ্গত, আব্দুস সাত্তার হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি ইন্তেকাল করেন।
কালিগঞ্জে মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/