Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে মাদকসেবীর আত্মসমর্পণ

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ থানায় এসে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে ইন্দ্রজিৎ শীল (২৮) নামে এক মাদকসেবী। সে উপজেলার রতনপুর ইউনিয়নের কাটুনিয়া গ্রামের গণেশ চন্দ্র শীলের ছেলে। সোমবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ইন্দ্রজিৎ শীল কালিগঞ্জ উপজেলা মহিলা যুবলীগের সভানেত্রী ফাতেমা ইসলাম রিক্তার সহযোগিতায় কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমানের কাছে এসে আর কখনও মাদক সেবন করবে না মর্মে অঙ্গীকার করে আত্মসমর্পণ করেন। মাদক ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসায় ওসি হাসান হাফিজুর রহমান আত্মসমর্পণকারী ইন্দ্রজিৎ শীলকে মিষ্টি খাওয়ান। একই সাথে ভবিষ্যতে মাদক সেবন করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে ওসি হাসান হাফিজুর রহমান তাকে সতর্ক করেন। এসময় পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন, সহকারি উপ-পরিদর্শক জাহিদ হাসান, হুমায়ন কবির, শাহরিয়ার, আবু বক্কর, মোজাফফর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version