কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের কাঁকশিয়ালী নদীতে অভিযান চালিয়ে অবৈধ বেহুন্দী জাল বিনষ্ট করেছে উপজেলা মৎস্য দপ্তর।
রোববার (২২ জুলাই) দুপুর ১টায় উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ বেহুন্দী জালে মাছ ধরার অভিযোগে উপজেলার বাজারগ্রামের মৎস্যজীবী সদয় হালদার ও ভুট্টো হালদারের মালিকানাধীন দুটি জাল জব্দ করা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা বেহুন্দী জালে আটক বিভিন্ন প্রজাতির মাছের পোনা নদীতে অবমুক্ত করেন।
পরবর্তীতে প্রায় দুইশ ফুট জাল নাজিমগঞ্জ বাজারস্থ খেয়াঘাটে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। অভিযানকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারি উজ্জ্বল কুমার অধিকারী ও ন্যাশনাল সার্ভিসের আওতায় মৎস্য দপ্তরে কর্মরতরা উপস্থিত ছিলেন।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/