কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা সদরের বাজারগ্রাম রহিমপুর ঈদগাহ হতে তা’লীমূল কুরআন মাদ্রাসা পর্যন্ত ইটসোলিং সড়কটির বেহাল দশার সৃষ্টি হয়েছে। কয়েকদিনের বৃষ্টিতে এ সড়কে হাটু পানি জমেছে। পাশর্^বর্তী বাড়ির উঠানেও এখন হাটু পানি। ওই সড়কে যাতায়াতকারীসহ স্থানীয়রা চরম দুর্ভোগের মধ্যদিয়ে যাপন করছেন।
সরেজমিনে দেখা গেছে, সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। রাস্তার কিছু অংশ ভেঙে পার্শ্ববর্তী পুকুরে চলে যাওয়ায় দুর্ঘটনার আতংক বিরাজ করছে। সড়কটির পশ্চিমে রয়েছে কর্মসংস্থান ব্যাংক। কিছুটা দূরত্বে রয়েছে মাওলানা অজিহুর রহমান পরিচালিত সর্ববৃহৎ বাজারগ্রাম রহিমপুর জামিয়া এমদাদীয়া তা’লীমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা। ওই সড়ক দিয়ে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে যেতে হয়। হাজী তফিলউদ্দীন মহিলা দাখিল মাদ্রাসা ও রোকেয়া মনসুর মহিলা কলেজের অনেক শিক্ষার্থী তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য সড়কটি ব্যবহার করে। এলাকাবাসীর পক্ষ থেকে সড়কটি মেরামত বা পুনর্নিমাণের জন্য বারবার দাবি জানানো হলেও তাতে কর্ণপাত করেনি কেউই। ফলে স্থানীয় এলাকাবাসীসহ যাত্রীসাধারণের দুর্ভোগের শেষ নেই। বিশেষ করে বর্ষা মৌসুমে সৃষ্টি হচ্ছে চরম দুর্ভোগ। পানি নিষ্কাশনের যথাযথ ব্যাবস্থা না থাকার কারণে সামান্য বৃষ্টিতেই সড়কটিতে পানি জমে যায়। স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা পড়ে যায় বিপাকে। রাস্তাটি সংস্কার বা পুননির্মাণ এবং ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে পানি নিষ্কাশন করে দুর্বিষহ অবস্থা থেকে মুক্তি দেয়ার জন্য জন প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছে ভুক্তভোগী এলাকাবাসীসহ সচেতন মহল।
কালিগঞ্জের বাজারগ্রাম ঈদগাহ তা’লীমুল কোরআন মাদ্রাসা সড়কে হাটুপানি, দুর্ভোগ চরমে
https://www.facebook.com/dailysuprovatsatkhira/