কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনউদ্দিন হাসানকে উপজেলা পরিষদের উদ্যোগে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুলাই) সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি গোলাম মাঈনউদ্দিন হাসান তার বক্তব্য বলেন, কালিগঞ্জ হচ্ছে আমার দ্বিতীয় জন্মভূমি। এই কালিগঞ্জ উপজেলায় কর্মরত অবস্থায় আমার পদোন্নতি হয়েছে। সুতারাং যেখানেই থাকি না কেন কালিগঞ্জের কথা কখনও ভুলবো না।
উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক শেখ ইকবাল আলম বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ আকছেদুর রহমান, কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোজিত মন্ডল, উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী ও লেডিস ক্লাবের সভানেত্রী কানিজ ফাতিমা তুবা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খান আসাদুর রহমান, কালিগঞ্জ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, মুক্তিযোদ্ধা সংসদের সহকারি কমান্ডার এসএম শাহাদাত হোসেন, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মিলন কুমার ঘোষ, মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, ইউপি মেম্বর এ্যাসোসিয়েশনের সভাপতি সামছুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গৌতম কুমার লস্কার প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেন, শেখ রিয়াজ উদ্দীন, মোজাম্মেল হক গাইন, মিজানুর রহমান গাইন, আশরাফুল হোসেন খোকনসহ বিভিন্ন সরকারি অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।
কালিগঞ্জের ইএনওকে বিদায় সংবর্ধনা প্রদান
https://www.facebook.com/dailysuprovatsatkhira/