কাদাকাটি (আশাশুনি) প্রতিনিধি: ভারী বৃষ্টিতে আশাশুনির কাদাকাটি ইউনিয়নের কয়েকটি গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুলাই) দিনভর প্রবল বৃষ্টিতে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে দিনমজুরসহ নানা শ্রেণি-পেশার মানুষ ঘরবন্দি হয়ে পড়ে। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
সূত্র জানায়, মৌসুমী বায়ুর প্রভাবে কাদাকাটিতে টানা ১৪ ঘণ্টা ভারী বৃষ্টিপাত হয়েছে। দীর্ঘ সময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে গ্রামের অনেক বাড়ি। কাঁচাঘরগুলো পড়ে যাওয়ার সংকায় রয়েছে বাড়ির মালিকরা। নদী-নালা, খাল-বিল বৃষ্টির পানিতে ভরে গেছে। এ বৃষ্টিতে কাচা ঘরবাড়ির এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও রাস্তাঘাট ও ফসলের ক্ষেতের কিছুটা ক্ষতি হয়েছে। এলাকার অনেক ফসলি নিচু জমি তলিয়ে গেছে।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/