কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় কর্মজীবী ল্যাকটেটিং মাদার উপকারভোগীদের স্বাস্থ্য সেবার লক্ষ্যে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুলাই) উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান এইচ.এম আরাফাত হোসেন এবং মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার আক্তার। অনুষ্ঠান শেষে মায়েদেরকে চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়।