কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় মসজিদ-মন্দিরে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটেরিয়ামে সাতক্ষীরা-১ আসনের সাংসদ মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মসজিদ/মন্দিরের অনুদান ও উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে অপ্রত্যাশিত খাতের চেক বিতরণ করা হয়।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/