Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দেলোয়ার হোসেন (৩০) এবং সিরাজুল ইসলাম (৬০) নামে দুইজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুলাই) সকাল ১০টায় উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
দেলোয়ার হোসেন কাকডাঙ্গা গ্রামের নাসির উদ্দীনের ছেলে এবং একই গ্রামের আবুল কাশেমের ছেলে সিরাজুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী লিটন জানান, কাকডাঙ্গায় দেলোয়ারের বাড়িতে ছাদের উপর পোল্ট্রি মুরগির খামারে কাজ করার সময় অসাবধানতাবশত পল্লী বিদ্যুতের মেইন তারে স্পর্শ লাগে খামারের মালিক দেলোয়ারের ও ইলেকট্রিক মিস্ত্রি সিরাজুলের। এতে বিদ্যুতস্পৃষ্টে ঘটনাস্থলেই জ্ঞান হারান তারা। আশংকাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মেদ দুজনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানান, বিদ্যুতের তারে স্পর্শ লেগে খামারের মালিক দেলোয়ার ও ইলেকট্রিক মিস্ত্রি সিরাজুলের মৃত্যু হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version