কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ডোবা থেকে প্যাকেটে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২০ জুলাই) সকালে উপজেলার সোনাবাড়িয়া গ্রামের বারিকের মোড় রাস্তার ধারের একটি ডোবা থেকে ওই মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
প্রতক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সোনাবাড়িয়ার বারিকের মোড় থেকে সিংগা রাস্তার পশ্চিম পাশের ডোবায় মুখে দড়ি দিয়ে বাধা একটি সাদা বাজার করা প্যাকেট ভাসতে দেখা যায়। এ সময় স্থানীয়রা লাঠি দিয়ে টেনে উপরে তুলে প্যাকেটটি খুলে নবজাতকের লাশ দেখতে পায়। লাশটি কিছুটা বিকৃত ও ফুলা ছিলো। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহম্মেদ জানান, নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় চেয়ারম্যান-মেম্বরদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তদন্ত করা হচ্ছে আশপাশের এলাকায় কোন সন্তান ডেলিভারির ঘটনা ঘটেছে কিনা।