Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় ছাত্রী উত্ত্যক্তকারী যুবকের কারাদণ্ড

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় একাদশ শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত করায় ইকবাল হোসেন (৩০) নামে এক বখাটেকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২১ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিস্ট্রেট মনিরা পারভীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইকবাল হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ইকবাল হোসেন উপজেলার দেয়াড়া গ্রামের আব বক্কর সিদ্দিকের ছেলে।
বেঞ্চ সহকারি আব্দুল মান্নান জানান, ভুক্তভোগী শিক্ষার্থী ছলিমপুর কলেজে আসার সময় পথে বসে থাকা ইকবাল হোসেন তাকে জাপটে ধরে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় ওই ছাত্রীর আত্মচিৎকারে ইট ভাটায় কর্মরত শ্রমিকরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। একই সাথে খোর্র্দ পুলিশ ফাড়িতে খবর দিলে ফাড়ির উপ-পরিদর্শক সিরাজ ঘটনাস্থলে পৌঁছে ইকবালকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে ৫০৯ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version