কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় মাদক চোরাচালান ও নারী-শিশু পাচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ জুলাই) সকাল ১০টায় উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের হরিদাস ঠাকুরের আশ্রমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ফজল উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমের সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র, ইউপি সদস্য জিএম মহিদুল গাজি, রানা হোসেন, বিল্লাল হোসেন, নজরুল ইসলাম, কাশেম আলী, রফিকুল ইসলাম, মুজিবর রহমান প্রমুখ। সভায় চোরাচালান ও মানব পাচার প্রতিরোধে স্থানীয় এলাকাবাসীকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
5,693,993 total views, 3,794 views today