কলারোয়া প্রতিনিধি: কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের ৭ম শ্রেণির নিখোঁজ ছাত্রী ১১ দিন পর খুলনা থেকে উদ্ধার হয়েছে। রোববার (২২ জুলাই) খুলনার খালিশপুর থেকে তাকে উদ্ধার করা হয়।
নিখোঁজ স্কুল ছাত্রীর মাতা আমিরোননেছা জানান, ১২ জুলাই তার মেয়ে বৃহস্পতিবার বাড়ি থেকে স্কুলে আসার জন্য রওনা। স্কুল শেষ করে সে বাড়িতে না ফেরায় আমি ও পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থান ও আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করেও কোনও সন্ধান পায়নি। পরে আমি থানায় সন্দেহভাজন তুলসিডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রিপনসহ অজ্ঞাতনামা ৫ জনের নামে অভিযোগ দাখিল করি।
পুলিশের তৎপরতায় ও সন্দেহভাজন রিপনের বন্ধুদের মাধ্যমে জানতে পারি আমার মেয়ে খুলনাতে অবস্থান করছে। পরে পুলিশের সহায়তায় সেখান থেকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা কলারোয়া থানার উপ-পরিদর্শক বিপ্লব কুমার রায় জানান, অভিযোগের ভিত্তিতে খুলনার খালিশপুর এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে।