ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ষষ্ঠ প্রয়াণ দিবস স্মরণে ক্যান্সার সচেতনতামূলক আলোচনা, রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ জুলাই) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন হিমু পরিবহণের আয়োজনে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ অলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা নার্গিসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্কুলের সহকারি শিক্ষক পল্টু বাসার ও ভবোতোষ কুমার সানা।
হিমু পরিবহণ সাতক্ষীরার সমন্বয়কারী শাকিল সিয়ামের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য আল মাহিন তামজিদ, হুমায়রা ফারজানা, শেখ হাবিবুল্লাহ, নাহিদ হাসান, সালাউদ্দিন আহমেদ, রুকাইয়া চাঁদনী, শারমিন সুলতানা, নিশাত, হ্যাপি, রুবেল, মহির, হাবিব প্রমুখ।
অনুষ্ঠানে হুমায়ূন আহমেদের জীবনী, সাতক্ষীরা ও বাংলাদেশ বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, হিমু পরিবহণ সাতক্ষীরা হুমায়ূন আহমেদ ভক্তদের নিয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি ক্যান্সার সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে কাজ করছে। এর পাশাপাশি পথশিশুদের শিক্ষা কার্যক্রম, বই পড়া, দুস্থ মানুষের সহায়তাসহ নানা স্বেচ্ছাসেবী কাজ করছে সংগঠনটি।