ডেস্ক রিপোর্ট: ‘ওয়াটার ফর ফুড ইন দ্য কোস্টাল এরিয়া অব সুন্দরবনস্’ শীর্ষক প্রকল্পের শিখন ও শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা দলিত এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় জেলা প্রশাসক মোহাম্মাদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন, দলিত’র নির্বাহী পরিচালক বাসন্তি লতা দাশ।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তফরফদার মামুদুর রহমান, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফরা তাসনীন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সামছুল আলম, ইসলামকাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সুভাষ চন্দ্র সেন, সাতক্ষীরা কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা অলি আহমেদ ফকির, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান, উপসহকারী কৃষি অফিসার মো. মোমিন উদ্দীন, দলিত’র কমিউনিটি মোবিলাইজার জুয়েল প্রমুখ।
প্রসঙ্গত, তালার ইসলামকাটী ইউনিয়ন এবং আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে বাস্তবায়নাধীন ‘ওয়াটার ফর ফুড ইন দ্য কোস্টাল এরিয়া অব সুন্দরবনস্’ প্রকল্পের মেয়াদ চলতি মাসে শেষ হবে। কর্মশালায় বিগত ও বর্তমান বছরের অর্জন ও সফলতা উপস্থাপনের পাশাপাাশি স্টেক হোল্ডারদের মতামত গ্রহণ করা হয়।
‘ওয়াটার ফর ফুড ইন দ্য কোস্টাল এরিয়া অব সুন্দরবনস’ প্রকল্পের কর্মশালা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/