জুলাই ১৯, ২০১৮
উপজেলায় উপজেলায় মৎস্য সপ্তাহের নানা কর্মসূচি
ডেস্ক রিপোর্ট: জেলাব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার জেলার বিভিন্ন স্থানে মৎস্য পোনা অবমুক্তকরণ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
দেবহাটা: দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসের কর্মসূচি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ: ‘স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উপলক্ষ্যে কালিগঞ্জে র্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। এছাড়া আরও উপস্থি ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাছুম, উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, খামার ব্যবস্থাপক ডিএফটিসি প্রমুখ। 8,432,689 total views, 6,103 views today |
|
|
|