জুলাই ২৯, ২০১৮
ইভটিজিং প্রতিরোধ সময়ের দাবি
![]() আব্দুল কাদের ইভটিজিং বর্তমান সময়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম। যা রাষ্ট্রের গোটা প্রশাসন যন্ত্রকে ভাবিয়ে তুলছে। কিছুদিন পূর্বে যেমনটি ছিল এ্যানথ্যাক্স এবং বার্ড ফ্লু। প্রাচীন ধর্ম গ্রন্থ বাইবেল থেকে ইভ শব্দটি এসেছে যার অর্থ নারী। আর টিজিং শব্দের অর্থ উত্ত্যক্ত অর্থাৎ নারীকে উত্ত্যক্ত করা বা একজন মেয়েকে উত্ত্যক্ত করা। সংবাদপত্রের পাতা উল্টালেই প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে দুই একটি ইভটিজিং এর খবর পাওয়া যায়। বিষয়টি দিন দিন মহামারি আকার ধারণ করছে। কোন অবস্থাতেই যেন প্রতিরোধ করা যাচ্ছে না। ফাহিমা, রিমা, পিংকি, আলেয়া থেকে শুরু করে এ যাবৎ প্রায় অর্ধ শতাধিক মেয়ে জীবন দিয়ে এ ঘটনার প্রতিবাদ করেছে। চাপা রানীসহ আরো কয়েকজন অভিভাবক এই করুন অবস্থার প্রতিবাদ করতে না পেরে ক্ষোভে দুঃখে এ ধরা থেকে বিদায় নিয়েছেন। 5,944,970 total views, 236 views today |
|
|
|